প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২০ , ১১:৩৮:০৩ প্রিন্ট সংস্করণ
রংপুর পীরগনজ থেকে মোঃ আফজাল হোসেন স্বাধীন ।
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিক্তিপ্রস্তর স্থাপন।
আজ পীরগনজ উপজেলা প্রশাসন অডিটরিয়ামে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার উদ্ভোধন ও আলোচনায় সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব জোনাইদ আহমেদ পলক ও মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী ভিডিও কনফারেন্স মাধ্যমে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের শুভ উদ্ভোধন করেন এ সময়ে মাননীয় স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিযোগিতার এ যুগে আমাদের তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এ জন্য আমরা একটি প্রযুক্তিনির্ভর জাতি গড়ে তুলতে চাই।
তিনি বলেন, এখন সবার হাতে হাতে মোবাইল ফোন। আমরা দৈনন্দিন অনেক কাজ এখন মোবাইল ফোনের মাধ্যমে করতে পারছি।
আমাদের রপ্তানি খাতেও ডিজিটাল ডিভাইস অবদান রাখছে। রংপুর সব সময় অবহেলিত এলাকা ছিল, এখানে কখনো শিল্পায়ন হয়নি। রংপুরবাসীর উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও মাননীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বিশেষ অতিথি হিসাবে মুল্যবান বক্তব্য রাখেন।
এ সময়ে রংপুর ও পীরগনজ উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।