প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১:৪৪:৫৬ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান,পাবনা:
শেকড় পাবনা ফাউন্ডেশনের ঘোষিত ১৬ দফা দাবি বাস্তবায়নে লক্ষ্যে বিশিষ্টজনদের জনমত গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শেকড় পাবনা ফাউন্ডেশনের আয়োজনে,পাবনা জেলা পরিষদের রশিদ হলরুমে জেলার বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শেকড় পাবনা ফাউন্ডেশনের ১৬ দফার উল্লেখযোগ্য পাবনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু, বন্ধ থাকা বিমানবন্দর খুলে দেওয়া, কাজিরহাটে ওয়াই টাইপ সেতু নির্মাণ, ইছামতী নদী পুনরুদ্ধার, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আতাইকুলা ও আমিনপুর থানাকে উপজেলা ঘোষণাসহ অন্যান্য দাবি গুলো বাস্তবায়ন করা।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন ,জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক পুর্ণিমা ইসলাম, পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা,ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, কানাডা প্রবাসী শমসের আলী হেলাল, এডভোকেট আব্দুস সুবহান খান, শ্রমিক নেতা ফিরোজ হোসাইন, রিকশা শ্রমিক নেতা পাভেল হোসাইন, এডওয়ার্ড কলেজের মার্কেটিং ডিপার্টমেন্ট প্রধান অধ্যাপক নুরুল আলম প্রমুখ। বক্তারা অবিলম্বে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন যোগাযোগ চালু করা, বন্ধ হয়ে যাওয়া ঈশ্বরদী বিমানবন্দর চালু করা, কাজিরহাটে ওয়াই টাইপ সেতু নির্মাণ, একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাসহ ১৬ দফা দাবি সরকারকে বাস্তবায়ন করতে হবে। পাবনার উন্নয়ন মানেই উত্তরবঙ্গের উন্নয়ন। পাবনার উন্নয়ন সাধন করাই দেশের উন্নয়ন। উন্নয়নের সম্ভাবনাকে এখন কাজে লাগাতে হবে। দুর্নীতিমুক্ত পাবনার সকল উন্নয়ন কাজ করতে হবে। বঞ্চিত পাবনাকে গতিশীল জায়গায় দেখতে চায় ।তরুণেরা শিকড়কে ভূলে গেলেও এইসব তরুণ প্রজন্মকে শিকড়কে শক্তিশালী করতে কাজ করায় শেকড় ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে ধন্যবাদ জানান।