• সাহিত্যে

    “শীতের যাওয়া আসা” লেখায়-ফারিহা আহমেদ

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১ , ৮:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ

    কবিতা: শীতের যাওয়া আসা
    লেখায়-ফারিহা আহমেদ।

    “ঠক ঠক” বলে-
    শীত এলো করে দিয়ে সব শূন্য,
    এবার-
    “শীত” বলে,
    নিশিন্দা হলো শ্রীহীন।
    অথবা
    “তুষার” বলে,
    ম্যাপল হয় রঙিন।
    কিংবা
    “কুয়াশা” বলে,
    খেজুরগাছ রসে টইটুম্বুর।
    অতঃপর
    “শিশির” বলে,
    কিশোরীর মন বেদনাবিধুর।

    সবশেষে-
    “বিদায়” বলে-
    শীত চলে যাবে দশ মাসের জন্য।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ