প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ১১:১৯:১১ প্রিন্ট সংস্করণ
শীতের আমেজ
কানিজ তানজিমা ববি
শীতের আমেজ শুরু হয়েছে।
ভোর রাতে আর ফ্যান চালাতে হয়না এখন।
শিউলির গা ছুঁয়ে যায় মৃদু কুয়াশা।
ভোরের আলো ফোটার আগেই
যখন শহরের অলিগলি গুলো দৌড়ায়,
তখন কুয়াশাদের সাথে দেখা হয়,হয়ে যায় ভাব।
শীতের আমেজ শুরু হয়েছে….
দূর্বা ঘাসের উপর বিন্দু বিন্দু জল
সেতো রাতের আঁধারে কুয়াশার আচ্ছাদন।
এক ফোঁটা কুয়াশা বিন্দু আঙুলের ডগায়
ভুলোমনে তুলে এনে শরীরে ছোঁয়ায়।
গ্রামের পরশ আজো এ শহরেও পায়,
শীতের আমেজ আমায় এ অনুভূতি দেয়।
খামখেয়ালিপনা আবেগের নরম ছোঁয়া,
এই মন আজো ফিরে সেই কিশোরী বেলায়।
শীতের আমেজ আমায় টেনে নিয়ে যায়
আমার ফেলে আসা সেই কিশোরী বেলায়।