• রংপুর বিভাগ

    শীতের আগমনী বার্তা ঠাকুরগাঁওয়ে

      প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১ , ১১:৪৫:২১ প্রিন্ট সংস্করণ

    মোঃরাবু সরকার-হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি:

    হিমালয়ের কোলঘেঁষা সীমান্তবর্তী উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ভোরবেলা কুয়াশা পড়তে শুরু করেছে। এতে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে জেলার ৫ উপজেলার মানুষকে। প্রতি বছর অগ্রহায়ন মাসের প্রথম সপ্তাহে এ জেলায় শীতের আগমন ঘটলেও এবার আশ্বিন মাসের শেষ ১০ দিনেই শুরু হয়েছে শীত। ভোরবেলা পড়তে শুরু হয়েছে কুয়াশা।

    স্থানীয়রা বলছে, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এ বছর দ্রæত শীত শীত অনুভব হচ্ছে। দিনের বেলা বেশ গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর হালকা বৃষ্টির মত টুপটুপ করে কুয়াশা ঝরতে থাকে। বিশেষ করে ধানের শীষে কুয়াশা বিন্দু বিন্দু জমতে দেখা যায়। সকালে যারা ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করেন কুয়াশার কারণে তাদের কাপড় ভিজে যায়।

    রবিবার ভোরবেলা দেখা গেছে, হালকা কুয়াশায় ঢেকে গেছে রাস্তা-ঘাট। ঢাকা থেকে ছেড়ে আসা বাস-ট্রাকগুলো গুলো হেডলাইট চালিয়ে রাস্তায় চলাচল করছে। অনেকেই হালকা গরম কাপড় গায়ে দিয়ে নিজ নিজ কাজে বের হচ্ছেন।

    চায়ের দোকানদার সমির হোসেন জানান, দুদিন থেকে মোটরসাইকেলে ভোরবেলা দোকানে আসার সময় শীত শীত লাগছে। এর ফলে হালকা গরম কাপড় গায়ে দিয়ে দোকানে আসছেন তিনি।তবে শীতের আগমন ঘটলেও লেপ তোসকের দোকানগুলোতে এখন পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। অনেক গরম কাপড় ব্যবসায়ী বলছেন শীতের লেপ-তোসক বানানেরা কাগজ শুরু হতে আরও ২০-২৫ দিন লাগবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ