• মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

    শিল্প সাহিত্যের পাশাপাশি দরিদ্র মানুষের সেবায় ইচ্ছে তরী ফাউন্ডেশন।

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১ , ২:১২:৩৬ প্রিন্ট সংস্করণ

    আসিফ খন্দকারঃ

    ইচ্ছে তরী ফাউন্ডেশন। একটি দাতব্য প্রতিষ্ঠান।এই ফাউন্ডেশন সারাদেশ ব্যাপী কাজ করে শিল্প ও সাহিত্য নিয়ে।তাদের রয়েছে নিজস্ব প্রকাশনী সংস্থা।ইচ্ছে স্বপ্ন প্রকাশনী। এছাড়া ইচ্ছে বুকশপ,ইচ্ছে লাইব্রেরী সহ নানাবিধ অঙ্গ প্রতিষ্ঠান।
    এসকল প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে দেশের শিল্প সাহিত্যের অগ্রগতি তে।

    এসবের পাশাপাশি দরিদ্র মানুষের সেবায়ও এগিয়ে আসে ইচ্ছে তরী ফাউন্ডেশন। প্রতি শীতে দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারা।এছাড়া বন্যা বা অন্যান্য প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগেও হতাহতের পাশে দাঁড়ায় এই ফাউন্ডেশন।

    তবে এবার তারা হাতে নিয়েছে ভিন্নধর্মী এবং আরো মহান একটি উদ্যোগ।দুস্থ গর্ভবতী মা ও শিশুদের পাশে দাঁড়াবে তারা।
    এ সম্পর্কে ইচ্ছে তরী ফাউন্ডেশনের কর্ণধার লেখক ও প্রকাশক আব্দুল্লাহ আল তানিম বলেন, “যে সব পরিবারে গর্ভবতী মা থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশু আছে অথচ উপার্জন করার কেও নেই আমরা তাদের সাথে কথা বলে তাদের জীবনে উপার্জনের পথ সৃষ্টি করতে চাই যাতেকরে ওই পরিবারের শিশুটি স্বাচ্ছন্দ্য বড় হতে পারে।”

    ইতমধ্যে তারা ফান্ড কালেকশন শুরু করেছে এবং ভালো সাড়া পাচ্ছে।অনেক প্রবাসী বাঙালি, লেখক, সাহিত্যিক, এবং সরকারি উচ্চপদস্থ ব্যাক্তিবর্গরা এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়েছেন।আপনারাও চাইলে এই মহান উদ্যোগে যোগ দিতে পারেন।

    সাহায্য করার উপায়-

    Bkash : 013158-20002
    Nagad : 01794-571571

    or bank,
    A/C Number – 158.151.67118
    Abdullah Al Tanim
    Beani Bazar Branch. Sylhet. DBBL.

    যোগাযোগ –
    মোবাইল : 01794571571(আব্দুল্লাহ আল তানিম)
    Email : Icche.sp@gmail.com

    আমি আলোকিত একাত্তর সংবাদের পক্ষ থেকে এই মহান উদ্যোগ কে সাধুবাদ জানাই ও এর সফলতা কামনা করি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ