কবিতাঃ শিকড়
কলমেঃ প্রণব মন্ডল
মন বলে ভালোবাসি যারে
শিকড় আমার সে যে কপোতাক্ষ পাড়ে;
বিশ্বের কাছে সগৌরবে ডাকি কেশবপুর মোর হৃদয়ে খাঁচার পাখি,
আকাশে বাতাসে কান পেতে শুনি
কপোতাক্ষের কুল কুল ধ্বনি
দিবানিশি চেয়ে দেখি
কপোতাক্ষের নীরব আঁখি,
চিকচিক করে কেপে ওঠে টেউ
পথিক বসে আছে উদাসী কেউ
যুগ যুগ পরিচয় কপোতাক্ষের কালোজল
হৃদয় দিয়েছে ভরে অবিরল,
মোর হিয়ার সকল বাসনা
নতুন পথ চলা করিবে রচনা
ভাসিয়েছি আমার আমার জীবন তরি
রাখিতে পারিব না ধরি।
শেষ দিনে কান পাতি
জেগে আছি সারা রাতি
কপোতাক্ষের হৃদয়ের ভিতর
কেশবপুর আমার শিকড়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.