• রাজশাহী বিভাগ

    শিক্ষকরা জাতি গঠনের কারিগর-উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ১১:৪৪:২৯ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    শিক্ষকরা জাতি গঠনের কারিগর। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের যে মর্যাদা প্রদান করেছেন বিগত কোন সরকার,সেটা করেননি। শিক্ষকরা সমাজের সর্বস্তরের সম্মান পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বদনপুর নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারী শিক্ষক হাবিবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, বিধান চন্দ্র ঘোষ। আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নজরুল ইসলাম বাদশা প্রমুখ। বিদায়ী বক্তব্য দেন, সহকারী শিক্ষক হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক হারুন অর রশিদ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী সহকারী শিক্ষক হাবিবুর রহমান কে বর্ণাঢ্য আয়োজনে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ