• চট্টগ্রাম বিভাগ

    শাহরাস্তিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১ , ১১:৩৭:২০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ

    মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা আবু ইউসূফ পাটোয়ারীর স্মরণে অর্ধ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শাহরাস্তি উপজেলার আয়নাতলীর ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডাঃ আবু নাছের শাকিলের ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

    ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.আবু নাছের শাকিলের তত্ত্বাবধানে নাক-কান-গলা, চক্ষু, মেডিসিন, অর্থোপেডিক, ডাইবেটিস, হাইপারটেনশন ডেন্টালসহ বিভিন্ন বিষয়ে প্রায় অর্ধ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

    অর্ধ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার মাষ্টার, রক্তবন্ধু ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সাংবাদিক রাফিউ হাসান হামজা, আসন্ন ইউপি নির্বাচনে মাইক প্রতীকে প্রতিদ্বন্দ্বী করা মহিলা মেম্বার মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ম্যাটস মোঃ সাব্বির ও একাধিক স্বেচ্ছাসেবক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ