প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২১ , ১০:২১:৪০ প্রিন্ট সংস্করণ
ফারুক আহমদ-সিলেট প্রতিনিধি:
শাহান শাহ ওলী হযরত শাহপরাণ ইয়ামনী (রহ:) মাজারে হামলা করেছে সন্ত্রাসীরা।মঙ্গলবার ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে মাজারের খাদিম ঘরে হামলা করে তারা। এসময় মাজারের খাদিম ঘর ভাঙচুর করে সন্ত্রাসীরা।
জানা যায়, তারাবীর নামাজের জন্য ইমাম নিয়োগ নিয়ে একটি পক্ষ’র মতবিরোধ রয়েছে। তাদের কে অবগত না করে তারাবীর নামাজের জন্য ইমাম নিয়োগ দেয়া হয়। এ ঘটনার রেশ ধরেই তারাবির প্রথম রাতেই মাজারে হামলা করে তারা। এসময় মাজারের খাদিম ঘরের জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তারা।
এব্যাপারে মাজারের খাদিম সৈয়দ আমাল আহমদ বলেন, স্থানীয় একটি পক্ষ দীর্ঘদিন থেকেই মাজারের বিরোধিতা করে আসছে। তারাবীর নামাজের জন্য ইমাম নিয়োগ নিয়েও তারা বিরোধিতা করছে। তাদেরকে মনমত ইমাম নিয়োগ না দেয়া তারা এ হামলা করে বলে তিনি জানান।