• আমার দেশ

    শাহজালাল মাজারে হামলার পরিকল্পনায় পাঁচ জন আটক-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ১:০৭:১০ প্রিন্ট সংস্করণ

    তানজিলা আফরিন লিজা-বিশেষ প্রতিনিধি:

    নব্য জে এমবি’র সিলেট সেক্টর  কমান্ডার সহ পাঁচ জন কে আটক করেছে পুলিশ। দাবি করা হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। 

    পুলিশ জানায়,রোববার রাতে নগরীর  মিরাবাজারে উদ্দীপনপর ৫১ নং বাসা থেকে নব্য জে এমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র নাইমুজ্জানকে আটক করা হয়েছে।

    পরে ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ একটি দল মঙ্গলবার ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো ৪ জন কে আটক করে।

    তাদের মধ্যে সাদি ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর সায়েম লেখাপড়া করে মোদন মোহন কলেজে। বাকি দু’জনের  বিষয়েও খুঁজ খবর করছে পুলিশ।

    আরও খবর

    পত্নীতলায় হাটবাজার বেহাল ৪ বছর অলস হয়ে আছে উন্নয়ন বরাদ্দ

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    ভবেবরচর ইউ.পি’তে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় নগদ অর্থ প্রদান।

    বিপিডিএ এর ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়-দৈনিক অালোকিত ৭১ সংবাদ 

    অভাগা গল্পগুলো-লেখকঃ শিহাব আহম্মেদ

    এমজি ক্রিকেট ক্লাব মুন্সির গাঁও কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

                       

    জনপ্রিয় সংবাদ