প্রতিনিধি ২৮ মে ২০২১ , ১২:৩১:৩৮ প্রিন্ট সংস্করণ
কবিতা-শাসক
কলমে: শেখ জাহাঙ্গীর আলম
আজ বিদ্রোহ নয় নৈতিক অধিকারের দাবি নিয়ে এসেছি
খেটে খাওয়া অনাহারী মানুষের দুঃখ প্রকাশ করতেছি
ফিরেয়ে দাও সব অধিকার মুক্ত করো সমাজ,
অন্ধাকার মুছে আলোতে উজ্জীবিত করো পরিবেশ।
শাসক তুমি শোষণকারী অন্যায়চারীর পক্ষ্যবাদী,
সাধারণ মানুষের রক্তচোষে নিজেকে করেছো স্বাবলম্বী।
ভাবো তোমার বেলা ডুববে না সময়ের পর সময় আসবে,
তোমার সময়ের বিনাশ হয়বে স্বাবলম্বির পতন ঘটবে।
নিষ্ঠুর শাসক তুমি পরাধিকারের সুখ খেয়েছো চেটে,
তোমার বেলা আধাঁরে ফুরিয়ে যাবে মানুষের ঘৃণা পাত্র হবে।
গরীব- দুঃখীর হক মেরে অধিকারটুকু লুটেপুটে নিয়েছো
চক্রীয় ক্ষমতাবল দেখিয়ে ধ্বংস করেছো কত পরিবার।
বন্ধ করো পাপাচার বন্ধ করো শোষণ ক্ষমতা,
শোষণের ঝড়ে উড়বে না হয় তোমার ছাদের তলা।