• রাজনীতি

    শারদীয় দুর্গোৎসব নগদ অর্থ প্রদান করেন-কামরুজ্জামান উজ্জ্বল

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ১২:২৬:২৭ প্রিন্ট সংস্করণ

    মেহেদী মাসুদ-পাবনা:

    মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপহার হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগত নগদ অর্থ প্রদান করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন,পাবনা – ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান উজ্জ্বল।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য দেন , সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা।এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ