আলোকিত ইসলাম ডেস্ক:
হযরত আনাস ইবনে মালেক রাযিঃ বলেন সাহাবায়ে কেরাম রাযিঃ শাবানের চাঁদ দেখলে বেশি বেশি কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে পড়তেন।যাদের উপর যাকাত ফরয হয়েছে তারা মালের যাকাত দিতেন, যাতে গরীব মুসলমানদের রোজা রাখার ব্যবস্থা হয়ে যায়।বিচারকগন কয়েদিদেরকে ডেকে, হয় শাস্তির ফয়সালা করে দিতেন,না হয় মুক্তি দিয়ে দিতেন।
আর রমজানের চাঁদ দেখলেই গোসল করে পবিত্র হয়ে ইতিকাফ শুরু করতেন। অর্থাৎ শাবান মাস আসলেই তারা তাদের দুনিয়াবী কাজকর্ম গুটিয়ে আনতেন যাতে মাহে রমাযানে নিরবচ্ছিন্ন ভাবে আল্লাহর মাসকে আল্লাহর ইবাদতে কাটাতে পারেন। এ হলো শাবান মাসের আমল আর ফজিলত। আর এ মাসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো,শবে বরাত। যেটা আমাদের সামনে আসছে।
ফেরেশতাদের ঈদ(আনন্দ)
শবে বরাত সম্পর্কে হযরত শায়খ আব্দুল কাদের জিলানী রহঃ বলেন, মুসলমানদের জন্য দুনিয়াতে যেমন দুটি ঈদ রয়েছে। ফেরেশতাদের জন্যও আসমানে দুটি ঈদ রয়েছে। মানুষের ঈদ হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা।আর এটা দিনে হয়, আর মানুষ রাতে ঘুমায়।আর ফেরেশতাদের দুটি হচ্ছে শবে বরাত ও শবে কদর যেহেতু ফেরেশতাগন কখনো ঘুমায় না এ জন্য তাদের ঈদ রাখা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.