প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৭:১২:৫৪ প্রিন্ট সংস্করণ
শহুরের বৃষ্টি
লেখকঃ সানী মুফতী
ঢাকা শহরের বৃষ্টি
রাস্তা জুড়ে বন্যার হয়
সৃষ্টি!
একটু খানি বৃষ্টি হলে,
পায়ের জুতো হাতে
নিয়ে ছুটে দলে বলে!
হাঁটুর উপর কাপড় তুলে,
অনেক সময় পড়ে যায় পিচ্ছলে!
তাই দেখে হাসে কেউ ,
চারদিকে যেন নোংরা
ডেউ!
উন্নয়নের কথা বলে !
খায় টাকা নানান ছলে !
বৃষ্টি এলে সাধারণ জনগণ ই
ভোগে!