বিশেষ প্রতিনিধি:
এ ছাড়াও সম্প্রতীকালে বাংলাদেশ থেকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনটি সম্মাননা পেয়েছেন এই কবি।
ভারত বর্ষ ও বাংলার নন্দীত কবি শরৎচন্দ্র চট্রোপ্যাধায় এর সম্মানে এবং শরৎচন্দ্র চট্রোপ্যাধায় এর বাসভবন শতবর্ষ উপলক্ষে, হাওড়া গ্রামীণ সংস্কৃতি চক্র সংগঠনের আয়োজনে, চন্দ্রনাথ বসুর সভাপতিত্বে শরৎচন্দ্র এর বাসভবনে, কবি সাহিত্যিকদের মিলন মেলা ও কবি সম্মেলনে দিন ব্যাপি কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় সাহিত্যে অবদানের জন্য ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের ১২ জনকে শরৎ সাহিত্য রত্ন, ২১ জন কে শরৎ সম্মান এবং শরৎচন্দ্র সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। ২০ শে মার্চ, রোজ রবিবার, সকাল ১০ টা হতে পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ এবং ভারতবর্ষের বাহির থেকে আসা কবি সাহিত্যিকদের পদচারণায় মূখরিত হয় কবির বাসভবন। উক্ত কবি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক ও প্রখ্যাত নাট্যকার আরণ্যক বসু, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ও কবি ডঃ এমদাদ হোসেন, দুই বাংলার জনপ্রিয় কবি ও বাচিকশিল্পী রত্না মূখোপাধ্যায়, একাধিক ভাষার কবি জান মুহাম্মদ,পঞ্চানন দাস সভাপতি বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি,নয়ন হালদার সহ সভাপতি বাগনান এক নং পঞ্চায়েত সমিতি,
ড: সীমা রায়,ড: নির্মল বর্মন,তমা কর্মকার,মিলি দাস।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.