শব্দের মূল্য
প্রত্যয় সাহা
কয়েক টা শব্দে নিজেকে তুলে ধরা যায় না,
কয়েক টা শব্দে শুধু নিজের শতাব্দী ছেড়া দুঃখ আনা যায়।
অল্প শব্দে জীবন নামক গল্পের নগ্ন মৃত্যু দেখতে হয়।
অল্প শব্দে ইচ্ছা ও দুর্বিষহ মনে হয়।
শব্দের টলমলে ঢেউয়ে রচিত হয় শত শত গল্প ,
উপন্যাসের নিভৃত চরিত্র উপস্থাপিত হয় শব্দের অভিধানে।
শব্দের অভাবেই মানুষ বাক্যেহীন ব্যাকরণে ভূষিত হন।
প্রতি দিবসে মানব শব্দের আজন্ম মৃত্যু যাত্রা করে।
কি লাভ তাতে ?
- মানুষ নিজস্ব মাতৃভাষা কে শ্রদ্ধা দেখায় না,
যদি ও শ্রদ্ধা তথাপি সম্মান অন্তরে নিহীত।
যেখানে সভ্যতার জয়-জয়কার,
সেখানে শব্দের ভূমিকা সর্ব-প্রধান।
আজ এই প্রয়াণ দিবসে শ্রদ্ধা হৃদয় ভরে ,
যত শত ব্যাথা খুব গোপনে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.