নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ২৫ শে সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারে উদ্বুদ্ধকরণে অংশীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ সভাপতিত্ব করেন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন, উত্তরা ইপিজেটের দেশবন্ধুর এইচ আর এক্সিকিউটিভ আব্দুল ওয়াদুদ,
টিএইচটি স্পেস ইলেকট্রিক্যাল কোম্পানির কমার্শিয়াল প্রতিনিধি মো: সম্রাট শাহ,জেবিএল ব্রিকস এর উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, আজিজুল হক অটো রাইস মিল, অভিজাত গ্রুপসহ বিভিন্ন ডায়াগনোস্টিক ও ক্লিনিকের প্রতিনিধিগণ। মতবিনিময় সভার সভাপতি,শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, সেবা প্রদান প্রতিশ্রুতি অবহিতকরণ, তথ্য অধিকার আইন বাস্তবায়ন, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহার বিষয়ে সকলকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.