মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি
বাড়িতে চলছে বিয়ের ধুমধাম আয়োজন, গায়ে হলুদ নিয়ে ব্যস্ত সবাই, রাত পোহালেই বর যাবেন কনের বাড়ি, তবে বন্ধুদের নিয়ে হলুদ পাঞ্জাবিতে মেতে ওঠার শখ ছিল বরের চাচাতো ভাইয়ের। সেই শখ মেটাতে গায়ে হলুদের রাতেই পাঞ্জাবি কিনতে যান শহরে, কিন্তু শখের পাঞ্জাবি কিনতে গিয়ে নিথর দেহে ফিরলেন বাড়ি। বরের জন্য সাজানো বিয়ের গেট দিয়েই বের হলো লাশ। মর্মস্পর্শী ঘটনাটি লক্ষ্মীপুরের। শনিবার রাতে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের দরগাহখোলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী শামীম হোসেন তারেক।শামীম লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউপির আব্দুল ব্যাপারী বাড়ির মো. নূর নবীর ছেলে।
তিনি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী ছিলেন, সম্পর্কে তিনি বরের চাচাতো ভাই। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ লক্ষ্মীপুর সদর থানার ওসি জানান, শনিবার রাতে শামীমের চাচাতো ভাইয়ের গায়ে হলুদ ছিল। গায়ে হলুদে পরতে রাতেই দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে পাঞ্জাবি কিনতে জেলা শহরে রওনা দেন শামীম। রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের দরগাহখোলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে শামীমসহ দুই বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। তবে আশঙ্কাজনক হওয়ায় শামীমকে ঢাকায় পাঠান চিকিৎসকরা। পরে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.