আব্দুল হামিদ শেখ-লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রিজিয়া কমিউনিটি ক্লিনিকের সি,এইচ,সি,পি আফরোজা খানম( মিতা)৭০ বছরের এক বৃদ্ধ কে হাতে, পায়ের,ঘায়ের ওষুধ চোখে দিতে বলেছেন। ভুক্তভোগী সোনাদাহ গ্রামের সালাম মোল্লা সূত্রে জানা যায় তার চোখ দিয়ে পানি পড়ার সমস্যা ছিলো। আনুমানিক ২ মাস আগে থেকে সালাম মোল্লা ওই ক্লিনিকের সি,এইচ,সি,পি আফরোজার নিকট থেকে চোখের জন্য, ক্লোরম ফেনিকন নামের একটা ড্রফ দিতেন।
এরপরে গত আনুমানিক ২৫/২৬/ তারিখে আবার ও চোখের ওষুধ আনতে গেলে আফরোজা আমাকে তড়িঘড়ি করে জেনশন ভায়োলেট টপিক্যাল সল্যুশন ২%নামের একটা ড্রফ আমার চোখে দিতে বলে। আমি ওইদিন রাতে ওই ওষুধ আমার চোখে দিলে চোখে জালা পোড়া শুরু হয়। পরদিন সকালে আমি চোখের যন্ত্রনায় লোহাগড়ার চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রেজানুর রহমানের নিকট চিকিৎসা সেবা নেয়।এবং ওই ওষুধ টি তাকে দেখালে তিনি বলেন ওটা হাতে,পায়ের,ঘায়ের ওষুধ। এর কারণে আপনার চোখের এই অবস্থা।
এই বিষয়ে সালাম মোল্লা সাংবাদিকদের আরও বলেন আফরোজার দেওয়া ওষুধ আমার চোখে দিয়ে নষ্টের পথে।আমি এর সঠিক বিচার দাবী করছি। এই বিষয়ে আফরোজার সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন আমার সুপারভাইজার মোশারফ স্যার আমাকে সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ করেছেন, তবে আমি সালাম মোল্লা কে ওই ওষুধ দেই নাই। মোশারফ স্যার আপনাদের টিএইচও সাহেবের সাথে কথা বলতে বলেছেন।এই বিষয়ে সুপারভাইজার মোশারফ এর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আপনারা টিএইচও স্যারের সাথে কথা বলেন।
ওই ক্লিনিকের সভাপতি ও মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফকির নুরুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন ঘটনাটি আমরা শুনেছি, আর আফরোজার বিরুদ্ধে ক্লিনিকের সদস্য সহ এলাকার বিভিন্ন লোকের অভিযোগ আছে।এই ঘটনায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃএসএম মাসুদ এর সাথে কথা হলে তিনি বলেন এই বিষয়ে আমি কিছু জানি না, ঘটনাটি মাত্র আপনাদের নিকট থেকে শুনলাম। এবং সুপারভাইজার মোশারফ আমাকে কিছু জানান নাই।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.