প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৪:০৯:৪৪ প্রিন্ট সংস্করণ
নড়াইলের লোহাগড়ায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শেখ আজিজুর রহমান নামের এক ব্যক্তিকে ছয় মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রবিবার (৭ আগষ্ট) দুপুরে বিজ্ঞ আদালত এ রায় ঘোষনা করেন। এ সময় আসামী আজিজুর রহমান (৫০) ও তার স্ত্রী মামলার ২নং আসামী নাছিমা বেগম (৪৫) আদালতে উপস্থিত ছিলেন।
আজিজুর লোহাগড়া পৌরসভাধীন ৬নং ওয়ার্ড গোপীনাথপুর গ্রামের মৃত রাঙ্গা মিয়া শেখের ছেলে ও লক্ষীপাশা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার শেখ সাহিদুলের বড় ভাই। রায় ঘোষনার পর পুলিশ আসামী আজিজুরকে হাতকড়া পরিয়ে আদালতের দোতলা থেকে নিচতলায় নিয়ে যায়। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ জুলাই জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশি শেখ আজিজুর রহমান তার স্ত্রী নাছিমা বেগম ও কন্যা মুক্তা খানমকে সাথে নিয়ে সাংবাদিক কাজী আশরাফের উপর সন্ত্রাসী হামলা চালায়।
ওই দিন কাজী আশরাফ বাদি হয়ে আজিজুর রহমানকে ১নং, নাছিমা বেগমকে ২নং এবং মুক্তা খানমকে ৩নং আসামী করে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পুলিশ ঘটনা তদন্ত করলে আসামীদের বিরুদ্ধে দ:বি: আইনের ৩২৩/৫০৬(২) ধারার অপরাধ প্রাথমিক ভাবে সত্যতা পেলে বিবাদীদের বিরুদ্ধে প্রকাশ্য আদালতে বিচারের নিমিত্তে প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করে। বিভিন্ন সূত্রে জানা গেছে আজিজুর একাধিক বিবাহকরা সহ আপন বোন ও বোনের সন্তানদের জমিজমার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করেছে। এ ছাড়াও শেখ আজিজুরের বিরুদ্ধে লোহাগড়া থানায় একাধিক জিডি রয়েছে।