প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৪ , ৭:৩৪:১৪ প্রিন্ট সংস্করণ
মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল লোহাগড়া থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল ৪:২০ ঘটিকার সময় লোহাগড়া থানার মামলায় ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোল্যা আল মামুন বাবুল (৫৪) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
গ্রেফতারকৃত, মোল্যা আল মামুন বাবুল (৫৪) নড়াইল লোহাগড়া উপজেলায় ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের দক্ষিণপাড়া মৃত হাজী আব্দুল মমিন উদ্দিন মোল্লার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই(নি:) সুজিত সরকার এএসআই (নি:)মো.জামরুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা দক্ষিণপাড়া তার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করেন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।