• আইন ও আদালত

    লোহাগড়ায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৪ , ৫:৪৩:৩৩ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল লোহাগড়ায় মো.সাগর শেখ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চর কোটাখোল সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের টয়লেটের জানালা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। মৃত সাগর শেখ কোটাকোল গ্রামের মো.কবির শেখের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান সাগর। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার সকালে চরকোটাখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালায় ঝুলন্ত অবস্থায় সাগরের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ