• খুলনা বিভাগ

    লোহাগড়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৪ , ৫:৪০:৪৯ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো.ইমন শেখ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (১০এপ্রিল) সকাল ৯ টার সময় তার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। মৃত,ইমন শেখ (১৭)লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে গোপাডাঙ্গা গ্রামের শাহাদত শেখের ছেলে।

    পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়,কিছু দিন ধরে পরিবারের সাথে মোটরসাইকেল কিনাকে কেন্দ্র করে ঝামেলা চলে আসছে, তার জেরে গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মত ঘরে ঘুমাতে যাই ইমন শেখ সকালবেলা ডাকাডাকি করলে দরজা না খুললে স্থানীয় লোকজন দরজা ভেঙে দেখে গলায় রশি দিয়ে ঝুলে আছে পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করেন। বিষয়ে, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও থানার অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ