• আইন ও আদালত

    লোহাগড়ায় বিষপানে কলেজ ছাত্রের আত্মহত্যা

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৮:২৪:৪৬ প্রিন্ট সংস্করণ

    মো:মাহাফুজুর রহমান-নড়াইল প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়ায় বিষপান করে চয়ন মাঝি (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। রোববার (১৪ জুলাই) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত চয়ন মাঝি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুলাই) কলেজ থেকে বাড়ি ফিরে বন মারা বিষপান করে।

    পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে আহত অবস্থা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে তাকে ঢাকায় নিয়ে গেলে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার (১৪ জুলাই) ভোরে সে মারা যায়। তবে কি কারনে সে বিষপান করেছে তার পরিবার তা জানাতে রাজি হয়নি এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ঢাকায় মারা যাওয়ায় সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করিতেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ