মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন।বিষয়টি নিশ্চিত করেছেন ইতনা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের নাম ঠিকানা জানা যায়নি।রইতনা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার বলেন, প্রতিষ্ঠানে প্রতিদিনের মত ক্লাস চলছিল।
দুপুর ১২ টার দিকে ক্লাস চলাকালীন সময়ে প্রচন্ড গরমে হঠাৎ করে ১২ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে । এরপর অন্য শিক্ষকদের সহায়তায় স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা দিয়ে তাদের পরিবারের লোকজনকে খবর দিয়ে তাদের সাথে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় । পরে নড়াইল জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।নএ বিষয়ে নড়াইল জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি জানানোর পর ছুটি দেয়ার নির্দেশ দিয়েছি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.