• Uncategorized

    লালমনিরহাটে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার মাদক ব্যবসায়ী এক নারী সহ দুই পুরুষ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২১ , ১০:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

    লালমনিরহাটে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার মাদক ব্যবসায়ী এক নারী সহ দুই পুরুষ কে গ্রেপ্তার করেছে পুলিশ ডিবি লালমনিরহাট এর অভিযানে শনিবার  (৬ জানুয়ারী) লালমনিরহাট সদর থানাধীন মোগলহাট ইউনিয়নের দুরাকুটি নামক স্থানের লালমনিরহাট টু মোগলহাটগামী পাকা রাস্তায় রত্নাই ব্রীজের উপর হতে আসামি ১. মোঃ শামীম (৩২), পিতা- মৃত হাসু প্রামাণিক উদ্দিন, সাং- চন্ডারাম ৬নং ওয়ার্ড, রায়নগর ইউনিয়ন, থানা-শিবগঞ্জ, ২. মোঃ তারেক রহমান (২৫), পিতা- মোঃ বেলাল হোসেন, সাং- মধু মাঝিরা, ভবানীগন্জ ইউনিয়ন,  থানা-বগুড়া সদর, ৩. মোসাঃ তারা খাতুন (২২), পিতা- মোঃ শাহিন আকন্দ, স্বামী -মোঃ তারেক রহমান, সাং- মীরপুর, থানা-গাবতলী, বর্তমানে সাং-মধু মাঝিরা, থানা-শিবগঞ্জ, সর্বজেলা-বগুড়াদেরকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং-০৬ , তারিখ-০৬/০২/২০২১ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ১৩(ক)/১৩(খ) রুজু করা হয়েছে। উদ্ধারকারী-এসআই সুমন চন্দ্র পাল সহ সঙ্গীয় অফিসার-ফোর্স ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ