প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৫৩:৪৬ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী’র সদর উপজেলা লাউকাঠী ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে হতদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে প্রথম ধাপে শ্রমিকদের পরিবর্তে স্কাভেটর মেশিন (ভেকু) দিয়ে লাউকাঠী ইউনিয়নে রাস্তা পূর্ণ নির্মানের কাজ করানো হচ্ছে। গ্রামীন জনগোষ্ঠীর জনপদের লক্ষমাত্রাকে সামনে রেখে সরকারের উদ্দেশ্য যেমন ব্যহত হচ্ছে,তেমনি অপরদিকে স্থানীয় শ্রমিকরা তাদের অধিকার ও কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে পিছিয়ে পরা জনগোষ্ঠী কর্মহীন মানুষের
জীবন জীবিকা সচল রাখতে প্রতি বছর সরকার শ্রমিকদের দিয়ে নির্দিষ্ট মাত্রায় কিছু কাজ করিয়ে অর্থ প্রদান করে থাকেন। সরকারি ভাবে এই প্রকল্পকে অতি দারিদ্রদের কর্মসংস্থান কর্মসুচির নাম দিলেও স্থানীয় ভাবে এটি চল্লিশ দিনের কর্মসূচি হিসেবে পরিচিত তবে কাগজে আছে কর্মে নেই।
২০২১-২০২২ অর্থ বছরে গ্রামীন জনপদের উন্নত সমৃদ্ধ করতপ পটুয়াখালী সদর উপজেলায় ১৩টি ইউনিয়নে ৩৫ টি মাটির রাস্তা পূর্ণ নির্মানের জন্য ৯৭৮ জন শ্রমিকের বিপরীতে ১কোটি ৫৬ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে প্রকল্পের কাজে বাস্তবে অধিকাংশ ইউনিয়নে শ্রমিকের নেই কোন অস্তিত্ব।
সরেজমিন ঘুড়ে দেখাযায়,লাউকাঠী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে রাস্তার কাজের সিপিসি বর্তমান মেম্বার ৭’৮’৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা মেম্বার নাজমুন নাহার। এলাকাবাসীর দাবী রাস্তার কাজ করায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অবাধে গাছ কেটে ফেলেছে আমরা এর ক্ষতিপূরণ চাই। এতে একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা মো,লালমিয়া বলেন,আমার অনন্ত ২০ হাজার টাকার গাছ কেটে ফেলেছে নিষেধ করা সত্বেও কাজ থামানো যায়নী।
ঘটনার সত্যতা জানতে এবিষয় মহিলা মেম্বার নাজমুন নাহার এর মুঠোফোনে ফোন করলে তিনি জানান,আমি কাজের সিপিসি এটা সত্য,তবে কাজ করছেন বর্তমান চেয়ারম্যান,আমি শুধু দেখাশুনার দায়িত্ব পালন করছি।বিষয়টি নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যান মো,সহীদুল ইসলাম খোকন এর সেল ফোনে একাধিক বার ফোন করলেও কোন সদ উত্তর পাওয়া যায় নি। এমনকি তার বাসা পর্যন্ত গেলেও গণমাধ্যমের টের পেয়ে দরজা খোলা হায়নি।