প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ৮:১৫:৪২ প্রিন্ট সংস্করণ
এইচ.এম আল-আমিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আজ শনিবার ১৯ আগস্ট সকাল ১০ টা হতে লক্ষ্মীপুর শহরস্থ টাউনহলে জেলা জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক এমপি মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদের সঞ্চালনায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক চুন্নু।
সম্মেলনে গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিএনপি বলছে আওয়ামিলীগ ক্ষমতা ছাড়ার কথা আওয়ামীলীগ বলছে তারা ক্ষমতায় থেকেই নির্বাচন করবে, অথচ তারা কেউ জনগনের কথা বলছে না, জাতীয় পার্টি একমাত্র দল যেটি সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণের কথা চিন্তা করে। আমাদের দল যখন ক্ষমতায় ছিল তখন আমাদের কোনো দলনেতার কোনো নিজস্ব ব্যাংক ছিলনা, আমাদের নেতা হোসেইন মোহাম্মদ এরশাদ আমাদের কর্মীদের বিরুদ্ধে গেছেন তবুও কখনো তিনি অন্যায়কে প্রশ্রয় দেয়নি। বিএনপি বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আওয়ামীলীগ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু কেউ বলতে পারবেনা জাতীয় পার্টি কখনো দুর্নীতি করেছে।
জাতীয় পার্টি সর্বস্তরের জনগণকে নিয়ে কাজ করে, তাই আমাদের দলিয় নেতা কর্মীরা সবাই একসাথে হয়ে কাজ করলে ইনশাআল্লাহ সামনের নির্বাচনে আমরা জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করবো, দেশে বেকারত্ব দূর করবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ।