প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ৩:১২:২৮ প্রিন্ট সংস্করণ
এইচ.এম আল-আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ওমর ফারুক নামে চরমোনাই পীরের এক কর্মীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মী একই ওয়ার্ডের বাসিন্দা ১/মো: জহির, পিতা: মফিজ উল্ল্যাহ ২/নুরুজ্জামান, পিতা: মফিজ উল্ল্যাহ ৩/আব্দুল কাদের ৪/সলিম নামে চার জনের বিরুদ্ধে।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং চর মার্টিন ইউনিয়নের প্রচার সম্পাদক মো: ওমর ফারুক গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ওমর ফারুক বলেন, আমার ঐ স্থানে টেইলার্সের দোকান আছে। ওখানে রাজনৈতিক কথা উঠলে তারা আমার সাথে তর্ক বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ৪ জনে আমার উপর হামলা করে।
যাদের নামে অভিযোগ তোলা হয়েছে, তাদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে ইসলামী আন্দোলন কমলনগর শাখার সভাপতি বলেন, এটি নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। জানতে চাইলে কমলনগর থানার ওসি বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।