এইচ.এম.আল আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আল হুদা ইসলামী ক্যাডেট মাদরাসা ও এতিমখানা নতুন শ্রেণীতে উর্ত্তীণ শিশু শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের রামানন্দি গ্রামের আরশী নগর এলাকায় একাডেমিক ভবনের সংলগ্নে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় শিশু জামাত থেকে ৫ম জামাত পর্যন্ত শিক্ষার্থীদের এ ছবক দেয়া হয় এবং বিগত বছরের প্রতি শ্রেনীতে উত্তীর্ন মেধাবী শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এতে শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া করেন ভবানীগঞ্জ কেরামতিয়া ডিগ্রি মাদ্রাসার সহ অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ ইব্রাহীম। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল হুদার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাফেজ ইসমাইল হোসেন ও সহকারী শিক্ষক আবদুল করিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মোঃ সামসুদ্দিন সামসু,খাজুরতলী সুলতানিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মারফত উল্ল্যাহ, চাঁদখালী বাজার বনিক সমিতির সভাপতি নুর উদ্দিন মাহমুদ পিরন সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দু। ছবক ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দু উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.