এইচ.এম.আল আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের ট্রাকচাপায় প্রান্ত (১৪) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।কিশোর প্রান্ত বিসিক এলাকার খলিফা বাড়ির আবুল খায়েরের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
লক্ষ্মীপুর সদর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রান্ত লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্বদিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। জেলা মৎস্য অফিসের সামনে একটি যাত্রীবাহী বাসকে ক্রস করতে গেলে বাসের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.