• Uncategorized

    লকডাউন বাস্তবায়নে প্রথম দিনে মাঠে উপজেলা প্রশাসন

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ১:০১:১৮ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজঃ

    করোনাভাইরাস (কোভিড-১৯) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার ৷ ডকডাউন বাস্তবায়নে প্রথম দিনে সোমবার ৫ এপ্রিল সকাল থেকে মাঠে ছিলেন মতলব উত্তর উপজেলা প্রশাসন, পুলিশ, সংবাদকর্মী । সরকারের দেওয়া ১৮ নির্দেশনা মানাতে ও লকডাউন বাস্তবায়নে উপজেলার ছেংগারচর বাজার,বউ বাজার,গজড়া বাজারসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ।

    ১৮ নির্দেশনায় সকল প্রকার দোকান পাট, মার্কেট, হাট, ফুটপাতের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং কাঁচা বাজার ও মুদির দোকান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলেও নির্দেশ অমান্য করে খোলা রেখে ব্যবসায়িক কার্য সম্পাদন করতে দেখা যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিষ দাশ বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ, সেচ্ছাসেবক সকাল থেকে উপজেলায় লকডাউন বাস্তবায়নে কাজ করেছি। নির্দেশনা অমান্য কারী পথচারী, ব্যবসায়ীদের প্রথম দিন বিধায় সতর্ক করা হয়েছে। এরপর থেকে জরিমানা গুণতে হবে। অধিকাংশ জনসাধারণ ও ব্যবসায়ীরা নির্দেশনা মানলেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী লুকোচুরি করে ব্যবসা করার চেষ্টা করছে । এদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।এসময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর থানার এসআই মোঃ ইব্রাহীম,ছেংগারচর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির ফরাজী,স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবক বৃন্দ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ