• Uncategorized

    র‍্যাব-৮, ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, কলাপাড়া ভ্রাম্যমান আদালতে ৫৭ হাজার টাকা জরিমানা। 

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৮:১৭:২৩ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ১১ নভেম্বর ২০ইং তারিখ সকাল আনুমানিক ০১০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া থানার সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করে ফামের্সীতে মেয়াদ উত্তীর্ণ ঔধষ রাখা,।

    দোকানে বিস্ফোরক লাইসেন্স না থাকা, পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা এবং অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদনের অপরাধে, ১। প্রগতি মেডিকেল হল মিঠুন পাল(৩৫), পিতা-সুপন পাল, সাং-সদর রোড, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ১৫,০০০/- টাকা, ২। মেসার্স মুন্সী ট্রেডার্স মোঃ এমদাদুল হক (২৯), পিতা- জহিরুল হক মুন্সী , সাং-সদর রোড, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ২৫,০০০/- টাকা, ৩। মোল্লা ষ্টোর মোঃ রাসেল মোল্লা (৩২), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-সদর রোড, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ১০,০০০/- টাকা এবং ৪। আনিকা সুইট এন্ড বিরানী হাউজ আঃ জলিল হাওলাদার (৩২), পিতা-মৃত হাতেম হাওলাদার, সাং-বাস স্ট্যান্ড, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ৭,০০০/- টাকা সহ সর্বমোট ৫৭,০০০/- টাকা জরিমানা করা হয়। 

    এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৪৩/৫২ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

    এব্যপারে পটুয়াখালী জেলার ক্যাম্পের ভারপ্রাপ্ত  কোম্পানি  কমান্ডার মোঃ রবিউল  ইসলাম এর কাছে  জানতে  চাইলে  তিনি  জানায়, প্রতিদিনের ন্যায় ভবিষ্যতে ও আমাদের এ  ধরনের  অভিযান  অব্যহত থাকবে বলে  তিনি  জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ