প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২১ , ৯:৩৩:১৩ প্রিন্ট সংস্করণ
র্যাব সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র্যাব- ৮, বরিশাল কর্তৃক রক্তদান কর্মসূচী পালন মানবতার সেবায় মানব কল্যানে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচীর আওতায় এ কর্মসুচীর ব্যবস্থা গ্রহন করেছেন।
গত ০৫ জানুয়ারি ২১ ইং তারিখ মঙ্গলবার র্যাব-৮, বরিশাল এর অধিনায়ক ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম এর নেতৃত্বে র্যাব সদস্য কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।উক্ত রক্তদান কর্মসূচীতে র্যাব-৮ এর অধিনায়কসহ সর্বমোট ৩২ জন র্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান প্রদান করেন।
এ সময় বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার ইউনিট অফিসার মোঃহান্নান সহ অন্তত ৯ জন অত্র ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র্যাব সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে উক্ত কর্মসূচী আয়োজন সম্পন্ন করা হয়। র্যাব জানায় ভবিষ্যতেও র্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক মানবতার কার্যক্রম প্রতিদিনের ন্যায় অব্যাহত থাকবে বলে জানান তারা।
এব্যাপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এ ধরনের জনকল্যানমুলক আর্তমানবতার সেবা মুলক কাজে প্রতিনিয়ত নিয়োজিত থাকার আশা ব্যক্ত করেন তিনি।