প্রতিনিধি ২৪ জুন ২০২২ , ২:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ২৪/০৬/২০২২ ইং তারিখ দুপুর ১২.১৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ‘‘মা ফুড গার্ডেনের’’ সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আব্দুর রহিম(৩৪), পিতা-মোঃ খোকন মিয়া, সাং-দৌলতপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, ২। মোঃ সোলাইমান মিয়া(২২), পিতা-মৃত আব্দুস সোবহান, সাং- ফুলহর বিটারপাড়া, ৩। মোঃ শাওন মিয়া(২২), পিতা-মৃত মইনুদ্দিন, সাং- ফুলহর, উভয় থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।