নিউজ ডেস্কঃ
কক্সবাজার টেকনাফ উপজেলার রোহিঙ্গা শিবির থেকে ৬৫ হাজার ইয়াবা ও আধা কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। এ ঘটনায় রোহিঙ্গা নারী ও পুরুষকেও আটক করেছে পুলিশ। আটকরা হলেন— টেকনাফ ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল বাশারের ছেলে একরাম উদ্দীন (২৩) ও উখিয়া বালুখালী ১৮নং এইচ ব্লক রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফারুকের স্ত্রী হাসিনা বেগম (৩০)।টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে গোপন খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় সাবরাং মৌলভীপাড়া পাকা রাস্তার ওপর থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও টেকনাফ সদর ইউনিয়নের পুরাতন পল্লানপাড়ার বেগমের বাড়ি থেকে পাঁচ হাজার এবং আধা কেজি আইস জব্দ করা হয়। এ সময় এক নারী ও এক পুরুষকে আটক করতে সক্ষম হয় পুলিশ।জব্দকৃত ৬৫ হাজার পিস ইয়াবা ও অর্ধ কেজি (আদা কেজি) আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।আটক দুজনকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.