প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২১ , ৪:৪৩:১৯ প্রিন্ট সংস্করণ
কবিতা: রেলের সূর্য
কলমে: প্রণব মন্ডল
অনেক স্হানের মত, রেল লাইন আমার খুব প্রিয়।
এখানে প্রতিদিন সূর্য উঠে খুব ভোরে।
সারি সারি গাঁথা রেলের পাত এখানে দারুন ছন্দ।
সকাল বেলায় মানুষ এখানে হাঁটে,
সারাদিনের পরিকল্পনা করে সূর্য দেখে;
রেল লাইনের সূর্য ।
সৈকতের মত রেলের সূর্য মনে আনন্দ জাগায় ;
কুয়াশায় ঢাকা শীতেও সে অনেক আনন্দদায়ক।
এখানে সবাই আসে না এই যা সৌভাগ্য !