• অর্থনীতি

    রেমিট্যান্স বাড়াতে দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে-পুলিশ কমিশনার

      প্রতিনিধি ১ মে ২০২৪ , ৫:৩৭:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ ৩০ এপ্রিল ২০২৪ সকাল ১০টায় রাজশাহীতে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয়।

    এসময় পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, রেমিট্যান্স বাড়াতে দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারিগরি শিক্ষা বাংলাদেশের অন্যান্য শিক্ষার মতই। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক জঙ্গিবাদ থেকে দূরে থেকে বিজ্ঞান চর্চা করতে হবে। এছাড়াও তিনি অভিভাবকদের নিজ সন্তানদের কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষ হয়ে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানান।

    সেমিনারে সভাপতিত্ব করেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিক এবং প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী পলেটেকনিকের চিফ ইনস্ট্রাক্টর মিরাজুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রুয়েটের ইইই প্রফেসর ডা. এসএম আব্দুর রাজ্জাক ও রাজশাহী পলেটেকনিকের একাডেমিক ইনচার্জ ও চিফ ইনস্ট্রাক্টর (সিভিল) রশীদুল আমিন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ