কবিতা-রূপে সাজানো ফাগুন
কবি জয়সেন চাকমা
কবিতা "রূপে সাজানো ফাগুন"
কবি জয়সেন চাকমা
ফাগুন দিনে আগুন ঝরা
জাগে হাজার প্রীতি,
নতুন রঙে দেশটি সাজে
মধুর কত গীতি।
ফুলের মেলায় ফাগুন দিনে
জাগায় মনে দোলা,
বৃক্ষ সাজে নব পত্রে
ফোটা কুসুম তোলা।
মন যে খোলা হৃদয় দোলা
হৃদে পরশ মাখে,
ফাগুন মানেই পলাশ শিমুল
বাহার শিমুল আঁকে।
ডালে ডালে কৃষ্ণচূড়া
সবার মনে হাসি,
পাখির কূজন পলাশ বনে
সুখ হৃদয়ে ভাসি।
কোকিল ডাকে কুহু সুরে
আনন্দে প্রাণ ভরে,
মন উড়ে যায় ফাগুন এলে
কৃষ্ণচূড়ার ঘরে।
সাজায় ফাগুন রূপের খানি
মনে প্রীতি জাগে,
উড়ছে গেয়ে পাখপাখালি
ফাগুন মনে লাগে।
হলুদ শোভা গাঁদা ফুলের
রঙ বেরঙের খেলা,
ফুলের মেলায় ফাগুন দিনে
সুখের স্বপ্ন মেলা।
সুবাস আছে নানান ফুলে
প্রভাত আঁকে রবি,
রূপে সেরা গুণে সেরা
ফাগুন মাসের কবি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.