প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২১ , ২:৪৯:৫৫ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্কঃ
বাঙালি নায়িকাদের ক্ষেত্রে এটা অবিশ্বাস্য ঘটনাই বটে। মা হওয়ার পর কোনো নায়িকা নিজের ফিটনেস ফিরিয়ে এনে আরও বেশি গ্ল্যামারাস রূপে হাজির হওয়ার নজির খুব একটা নেই। সেই বিরল ঘটনার রচয়িতা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন শুভশ্রী। মাতৃত্বের কারণে অনেকটা মুটিয়ে গিয়েছিলেন। এজন্য কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেত্রী। তবে সেসবের তোয়াক্কা করেননি তিনি। মাতৃত্ব যেমন উপভোগ করেছেন, এখন আবার নিজেকে ফিরিয়ে এনেছেন চোখ ধাঁধানো রূপে।
সম্প্রতি বেশ কয়েকটি ফটোশুট করেছেন শুভশ্রী। এগুলোতে খোলামেলা, সাহসী রূপেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার বোল্ড অবতারে কুপোকাত হচ্ছেন ভক্তরা।
কখনো কালো অন্তর্বাসের ওপর কাল নেটের পোশাক, উন্মুক্ত উরু; কখনো লাল গাউনে হাস্যোজ্বল মুখ, আবার কখনো কালো স্লিভলেস টপসে শরীরী উত্তাপ ছড়িয়ে দিচ্ছেন শুভশ্রী। তার এমন অবিশ্বাস্য পরিবর্তন দেখে অনুসারীদের চক্ষু চড়ক গাছ!
এদিকে শুভশ্রী বর্তমানে একটি রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কয়েক দিন আগেই তার নতুন সিনেমা মুক্তির ঘোষণা এসেছে। যার নাম ‘ধর্মযুদ্ধ’। রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি।
‘হাবজি গাবজি’ নামে আরও একটি সিনেমার কাজও সেরে রেখেছেন শুভশ্রী। এটিও নির্মাণ করেছেন তার স্বামী রাজ চক্রবর্তী। এছাড়া সৃজিত মুখার্জির পরিচালনায় ‘লহো গৌরাঙ্গের নাম রে’ শীর্ষক আরেকটি নতুন সিনেমায় যুক্ত রয়েছেন অভিনেত্রী