প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৪:২৯:০৫ প্রিন্ট সংস্করণ
নুরুজ্জামান-বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ
রূপসা ব্লাড কাফেলার অন্যতম সেচ্ছাসেবী এফ এম বোরহান উদ্দিন। অনেক পরিশ্রম করে রূপসা ব্লাড কাফেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ডোনার ম্যানেজ করা থেকে শুরু করে অনেক সামাজিক কাজ তিনি করছেন। অসহায় মানুষ কে খাদ্যের ব্যাবস্থা করা। যারা চিকিৎসা করতে পারেন না তাদের চিকিৎসা ব্যাবস্থা করে দেওয়া। বাল্যো বিবাহ প্রতিরোধ। অসহায় শিশু দের স্কুলে ভর্তি করা ইত্যাদি। এফ এম বোরহান উদ্দিন বলেন একা কাজ করা সম্ভব না সবাই কে এগিয়ে আসতে হবে।
এফ এম বোরহান উদ্দিন এর মতো যদি কিছু মানুষ এগিয়ে আসে তা হলে সমাজ কে বদলানো সম্ভব। রূপসা ব্লাড কাফের পক্ষ থেকে এফ এম বোরহান উদ্দিন কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন
করবো মোরা রক্ত দান,,
হাসবে রুগী বাঁচবে প্রাণ
এটাই হোক আমাদের সবার অঙ্গীকার। আসুন সবাই রক্ত দানে এগিয়ে আসি