মোহাম্মদ রাশেদ-কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
উখিয়ার কুতুপালং সংলগ্ন ক্যাম্প টু-ডাব্লিউ ব্লক-ডি সাব ব্লক-ডি ৬ন২৪/১২/২০২২ইং শনিবার সকাল আনুমানিক ৮ঃটার সময় মুন্না গ্রুফ ও আরসা গ্রুফের গুলাগুলিতে ৪বছরের শিশু মোবারক গুলিবিদ্ধ। শিশুটিকে সাথে সাথে ক্যাম্পের আইওএম(IOM) হসপিটালে নিয়ে গেলেই তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে আশংকা জনক দেখে কক্সবাজার সদর হসপিটালে রেফার করা হয়। ক্যাম্প টু-ডাব্লিউ হেড মাজি নূর মোহাম্মদ বলেন। ক্যাম্পে সন্ত্রাস বাহিনির হামলায় এইভাবে নিরীহ মানুষদের প্রতিনিয়ত তাজা প্রান দিতে হচ্ছে সন্ত্রাস বাহিনির গুলিতে। রুহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত এই দুই গ্রুফের সংঘর্ষের কারনে আতংক বিরাজ করছে।
সন্ধা ঘনিয়ে আসলেই মুন্না গ্রুপ ও আরসা গ্রুফের পাল্টা পাল্টি হামলায় আহত ও নিহত হচ্ছে প্রতিনিয়ত। অনেক সময় রাতের আধারে মাঝিদের বাড়িতে এসে ও হামলা করা হচ্ছে বলে জানিয়েছেন হেড-মাঝি ও সাব-মাঝিরা। সাধারণ রুহিঙ্গাদের ধরে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ ও রয়েছে তাদের বিরুদ্ধে।গোপন সূত্রে জানাযায় ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশের সাথে এই সন্ত্রাস বাহিনীর সদস্যরা হাতাত করে মোটা অংকের টাকার মাধ্যমে ধরা ছোঁয়ার বাহিরে। রুোহিঙ্গাদের দাবি ক্যাম্পে এইসব সন্ত্রাস ও বিভিন্ন অপকর্ম ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প নেই। অতীতে সেনাবাহিনীর টহল থাকাতে এইসব গ্রুফের কোনো অস্তিত্ব ছিলোনা বলে জানিয়েছেন রুহিঙ্গারা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.