প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ২:২৩:২৪ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
রায়গঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থ্রিয়েটার ও জিন এক্সপার্ট ল্যাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টার সময় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে-রায়গঞ্জ তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি, ফিতা কেটে রায়গঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থ্রিয়েটার ও জিন এক্সপার্ট ল্যাবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায়, হাসপাতালে সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইহসান তৌহিদ এর সভাপতিত্বে ও চন্দন কুমার সরকারের সঞ্চলনায়-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সংস্যদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ পাল, ঢাকা শিশু হাসপাতালের সহকারী পরিচালক, আক্তারুজ্জামান সোহেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাসসহ আরো অনেকে।