• Uncategorized

    রাস্তা তো নয় যেন মরণফাঁদ!- দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩০:০১ প্রিন্ট সংস্করণ

    মোঃ আফজাল হোসেন স্বাধীন-পীরগঞ্জ রংপুরঃ

    রংপুর পীরগনজ ৪নং কুমেদপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে  অবস্থিত বড় রসুলপুর বাজার হতে ভেন্ডাবাড়ী বন্দর যাওয়ার রাস্তার কালভারটি দীর্ঘদিন যাবৎ ভয়াবহ কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। এলজিইডি’র আওতাধীনে এলাবাসী মেরামতের দাবি জানিয়েছে।

    এছাড়াও চলাচল ব্যাহত হচ্ছে  ছোট থেকে ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে  ফলে সাধারন মানুষসহ খেটে খাওয়া মানুষের চরম অসুবিধা সৃষ্টি হয়েছে এবং প্রায়ই সময় ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসি জানান.. প্রতিদিন প্রায় শতশত লোক ও গাড়ী যাতায়াত করে এ রাস্তা দিয়ে। এলাকাবাসী  দুত ব্রীজটি  নির্মানে দাবি জানায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ