কে,এম শাওন-সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসুরিয়া রাস্তা মেরামত না হওয়ায়-চলাচলে চরম দূর্ভোগ সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়নের বাসুরিয়া গ্রামের প্রায় ৩কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় কয়েক গ্রামের জনসাধারনের চলাচলে চরম দূর্ভোগ পৌহাচ্ছে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন ৪ গ্রামের প্রায় ৩ হাজার জনসাধরন চলাচল করে থাকে। যেমন বাসুরিয়া, তেঘরিয়া, বেংনাই ও আটঘরিয়া। একই ইউনিয়নের বাসুরিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান মৃত: রইচ উদ্দিন জয়নাল আবেদীনের ছেলে লিটন হোসেন জানান,দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের রাস্তাটি সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টি হলে কাদায় পরিনিত হয়। এতে গ্রামের জনসাধারনের চলাচলে চরম দূর্ভোগ পৌহাতে হয়।
সেই সাথে উপজেলা সদর ও রায়গঞ্জ সদর বাজারে যানবাহনে ধান চাল সহ অন্যান্য পন্য বাজারজাতকরনে আনা নেয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয়। তাই এই জনগুরুত্বপূর্ন রাস্তাটি দ্রæত মেরামত করার প্রয়োজন। এবিষয়ে ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবাইদুল ইসলাম মাসুম বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দে থেকে এর আগে মেরামত করা হয়েছে। প্রয়োজনে আবারো মাটির ভরাট কাজ করা যেতে পারে কিন্তু রাস্তা পাকাকরণ কাজের জন্য উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে কাজ করবে। তবে জনগুরুত্বপূর্ন রাস্তাটি দ্রুত মেরামত করার প্রয়োজন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.