রামুর কচ্ছপিয়ায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুর নিহত হয়েছে। রবিবার (২৮ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের ফুল ছড়া বরগুনা এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত দিনমজুর নুরুজ্জামান (৬৫) ইউনিয়নের মৌলভীর কাটা মৃত গোলাম বারির ছেলে। বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ রানা ও কচ্ছপিয়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন বন বিভাগের কাজে নিয়োজিত শ্রমিক নুরুজ্জামান সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পথে বন্য হাতির কবলে পড়ে।
এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ, বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিজিবি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। এরপর হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায় বিষয়টি নিশ্চিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকেনিহতের পরিবারকে তাৎক্ষনিক আর্থিক সহায়তা দেন স্থানীয় বন বিট কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়াও তিনি সরকারের ক্ষতিপূরণ যেন দ্রুত পায় সে আস্বস্ত করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.