• চট্টগ্রাম বিভাগ

    রামগতি ইউপি সচিবের ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ৪:৪৭:২৬ প্রিন্ট সংস্করণ

    লক্ষ্মীপুর রামগতি উপজেলার চরবাদাম ইউপি সচিব ফিরোজ আলমের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ করায় সাংবাদিক রবিন হোসেন তাসকিনের বিরুদ্ধে তথ্য ও ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
    রবিবার(২৬ জুন) সকাল ১০ টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম ও লক্ষ্মীপুর রিপোর্টার ক্লাব এর ব্যানারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার শতাধিক সংবাদকর্মী।
    লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্য সচিব মুহাম্মদ আব্দুল মালেক নিরব এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন

    সাংবাদিক মাসুমা সুলতানা বানু ঋতু,দৈনিক লাখ কন্ঠের জেলা প্রতিনিধি নুর মোহাম্মদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সমন্বয়ক মোঃ ছলিম উল্যাহ, লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ মনির হোসাইন, কাজী ওসমান মোর্শেদ, এসএম বেলাল, অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি মুহাম্মদ মমিন উল্যাহ (গাজী মমিন), লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান সবুজ,লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক মোঃ মফিজুর রহমান মাষ্টার, দৈনিক মুক্ত বাঙালির সম্পাদক মোঃ কামালুর রহিম, দৈনিক আলোকিত ৭১ সংবাদ এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এইচ.এম.আল-আমিন প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা সাংবাদিক রবিন হোসেন তাসকিনের বিরুদ্ধে ইউপি সচিবের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান। সে সাথে দূর্নীতিবাজ সচিবকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা। উল্লেখ গত ২৯ মে ইউপি সচিব ফিরোজ আলমের জন্মনিবন্ধন সংক্রান্ত্র ঘুষ গ্রহনের একটি স্বচিত্র প্রতিবেদন পোষ্ট করেন স্থানীয় নিউজ পোর্টাল Lakshmipur News 24. Net নামের একটি পেইজে। এর সূত্র ধরে জেলা প্রশাসক মো. আনোয়ারা হোসাইন আকন্দ সচিব ফিরোজ আলমকে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

    এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন চট্রগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আলম। এতে বিবাদী করা হয় লক্ষ্মীপুরের সাংবাদিক মো. তাসকিন হোসেন রবিনকে। মামলায় ২০১৮ সালের ডিজিটাল নিরপত্তা আইনের ২৯ ধারা উল্লেখ করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ আগষ্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ