• চট্টগ্রাম বিভাগ

    রামগতিতে রোজা রেখে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২২ , ২:৪৩:১৬ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম.আল-আমিন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

    টাকার সংকটের কারণে দেড় বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষক মোঃসোহেল । ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে পূর্ব মেহার আদর্শ স্কুল ছাত্রলীগ এবং ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষে থেকে দলীয় নেতাকর্মীরা সেখানে ছুটে যান। স্কুলও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে শুক্রবার সকালে থেকে কৃষক মোঃসোহেল এর দেড় বিঘা জমির ধান কেটে দেন। হঠাৎ রাজপথের ছাত্রলীগের নেতাকর্মীদের কৃষকের ক্ষেতের ধান কাটতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সচেতনমহলসহ স্থানীয়রা।

    ছাত্রলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় কৃষক মোঃসোহেল অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, অন্যের চার বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছেন। টাকার সমস্যা থাকায় ধান কাটতে পারছিনা। এছাড়াও এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি খুব বেশি। ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগের নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার দেড় বিঘা ক্ষেতের ধান কেটে দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে আমার ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভুলব না।

    পূর্ব মেহার আদর্শ উচ্চবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃরিহাম হাওলাদার বলেন, কৃষক সোহেল মিয়া দেড় বিঘা জমির পাকা ধান নিয়ে কাটতে না পেরে বিপাকে পড়েন। কৃষক সোহেলের অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগের স্কুল ও ওয়ার্ড নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার ধান কেটে দিয়েছি। এ সংকটকালে প্রয়োজনে অন্যদের ধানও কেটে ঘরে তুলে দেবে ছাত্রলীগ নেতাকর্মীরা, আমরা সব সময় এভাবেই মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

    উপস্থিত থেকে ধান কেটে দিলেন স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃআরিফ হোসেন,৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃজিহাদ মাহমুদ, স্কুল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদ হোসেন, আব্দুল আহাদ, রাকিব সহ আরো অনেকেই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ