এইচ.এম আল আমিন,স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের রামগতিতে ২০০ বছরের পুরোন ঐতিহ্যবাহী মাছ ঘাট স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।সোমবার সকালে রামগতি উপজেলার রামগতি মধ্য বাজারে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় জেলে, ব্যবসায়ী ও আড়ৎদাররা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক গরীব হোসেন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম নোমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ তারেক, স্থানীয় ব্যবসায়ী শিপন নাথ, এমদাদুল হক মিঠু, মাহবুবুর রহমান নয়ন ও শেখ ফরিদ প্রমুখ। এসময় বক্তারা জানান, রামগতি বাজার মাছ ঘাটটি প্রায় ২০০ বছরের পুরানো। এঘাটটিকে ঘিরে প্রতিদিন কয়েক কোটি টাকার ব্যবসা করছে স্থানীয়রা। এ ঘাটটি সরাতে বিগত সরকারের কিছু প্রেতাত্মা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ মৎস্যজীবীদের।
তারা আরও জানান, সম্প্রতি ঘাটটি স্থানান্তরিত করে ব্রিজ ঘাট এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্রে কার্যক্রম শুরু করতে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে উপজেলা প্রশাসন। এ মাছ ঘাট স্থানান্তরিত হলে লোকসানসহ চরম দুর্ভোগে পড়বে রামগতি বাজারের কয়েক হাজার জেলে, বাজার ব্যবসায়ী ও আড়তদাররা। তাছাড়া ঘাটটি নতুন ওই স্থানে স্থানান্তরিত হলে জলদস্যুতা, চুরি-ডাকাতির সম্ভবনা রয়েছে। তাই ব্যবসায়ীদের লোকসানের কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী ঘাটটি স্থানন্তর না করার দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.